|

মুক্তাগাছায় গ্রাম আদালতের সচেতনতা মূলক কর্মশালা

প্রকাশিতঃ ৩:০১ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৮

মুক্তাগাছা প্রতিনিধি:  মুক্তাগাছয় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা গতকাল বুধবার মুক্তাগাছা উপজেলার হযরত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন।

বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে ছিলেন মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ আলী আহম্মদ মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) রাজিব-উল আহসান, ইউএনডিপি ময়মনসিংহ জেলা প্রতিনিধি তরিখুল কবির, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী আব্দুল জলিল, মুক্তাগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক এম ইউসুফ, সাংবাদিক রাশিদুল আলম শিমুল,

ফটো সাংবাদিক রাকিবুল ইসলাম, তারাটি ইউনিয়ন গ্রাম আদালত সহকারী কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বেসরকরি সংস্থা ও এনজিওর প্রতিনিধি বৃন্দ। কর্মশালায় গ্রাম আদালতের উপর তথ্যচিত্র পরিবেশসহ এর বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

Print Friendly, PDF & Email