|

ঈশ্বরগঞ্জের তারুন্দিয়ায় সড়ক নির্মাণে অনিয়ম

প্রকাশিতঃ ৩:৩২ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৮

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর তারুন্দিয়া রাস্তা কাপেটিং কাজে নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে। প্রভাবশালী ঠিকাদার সিডিউল বহিভূত তড়ি ঘড়ি করে খেয়াল খুশিমতো দায় সারাভাবে কাজ করে অর্থহাতিয়ে নেয়ার পায়তারা করছে। জনসম্মুখে এমন মানহীন কাজ করায় এলাকাবাসীর মাধ্যে তীব্র ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। সরেজমিন দেখাযায়, নিন্মমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। এ সময় স্থানীয় এলাকাবাসী আব্দুর রহিম , ফজলুল হক, আব্দুল রাজ্জাক সহ অনেকেই জানান , রাস্তার কাজের শুরু থেকেই ঠিকাদার ইট ভাটার সালট নির্মমাণের খোয়া দিয়ে রাস্তার কাজ করছে। স্থানীয় এলজিইডি সূত্রে জানাযায়, ৮শ ৭৫ মিটার রাস্তা নির্মানে ৫৫ লক্ষ টাকা বেয়ে টেন্ডারের মাঝে কাজ পায় মেসার্স তমাল কনষ্ট্রাকশন । নির্মমানের রাস্তার কাজ করায় স্থানীয় এলাকাবাসী উপজেলা এলজিইডি বিভাগকে কাজের শুরু থেকেই অনিয়মের বিষয়টি অবহিত করেছেন বলে জানান। এ সম্পর্কে নির্মাণ কাজ তদারকির দায়িত্বে উপসহকারী প্রকৌশলী সহ উপজেলা প্রকৌশলীকে জিজ্ঞাসা করা হলে এ বিষয়ে তাঁরা তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

Print Friendly, PDF & Email