|

মহাকাল

প্রকাশিতঃ ৪:০৭ পূর্বাহ্ণ | এপ্রিল ১৪, ২০১৮

সাইফুল ইসলাম সোহাগ: 

সমাপ্তির চিরকুটে লিখা হবে নিয়তির মহাকাব্য, বিষাদের সহস্রাধিক মুহূর্ত পরে অমাবস্যায় জোনাকির মতো হয়তো আমিও অন্য পৃথিবীর প্রেম গিলে গিলে মাতাল হবো আদিম প্রেমের সর্বগ্রাসী, নেশায়!! সেদিন তোমায় ভুলে না গেলেও, ভুলে যাওয়ার অভিনয়টা করে যাবো শতবর্ষী অভিনেতার মতো কিংবা নতুন কাব্য রচনার অভিলাসী মানসিকতার মায়াজালে আটকে পরে তোমার স্মৃতিতে পাড়ি দিবে জনসমুদ্র!! সেদিন আকাশের সাথে অলিখিত সন্ধি এঁটে সূর্য তার ব্যাগ গুছিয়ে নিবে চিরতরে, দু’পায়ে গোধূলি মেখে শহরের পথে নামবে সন্ধ্যা রাতের অপেক্ষায় চার কদম হাঁটার মত কেও থাকবে না!! প্রস্থানের সময় কড়া নাড়বে তক্ষণী ঐ যে মহাকালের দুয়ারে, আমার জন্য দু’হাতে পিদিম আঁকড়ে অপেক্ষা করছে ওপারের অপরিচিত কাঙ্ক্ষিত মাঝি এক টুকরো জীবনের তোড়া হাতে সেদিন আমিও দাঁড়াবো মৃতদের মিছিলে..!

লেখক

সাহিত্য সম্পাদক
“অভ্যুদয়”
Print Friendly, PDF & Email