|

ভালুকায় শাহীন স্কুল পরিচালকের বিরোদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশিতঃ ৮:১৭ অপরাহ্ণ | মে ০৭, ২০১৮

আব্দুল আউয়াল ঢালী: শাহীন স্কুল ভালুকা শাখার ২ পরিচালকের বিভিন্ন অপকর্মের বিরোদ্ধে ৩৫ জন শিক্ষাথী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী অফিসার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটির অভিযোগের সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ সহ একটি তদন্ত প্রতিবেদন দিবেন। দায়েরকৃত অভিযোগে জানা যায়, স্কুলের দুই পরিচালক যথাক্রমে আরিফ আহম্মেদ ও সেলিম মিয়ার বিরোদ্ধে একই শাখার সহকারী শিক্ষিকা সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ সহ ছাত্রীদের সাথে অশালীন আচরন ও ছাত্রীদের নিয়ে আপত্তিকর ছবি তুলা অভিযোগ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের লোহার পাইপ দিয়ে পিটানো সহ প্রতি মাসে পর পর শিক্ষক পরিবর্তন করে এবং একজন শিক্ষিকার নাম উল্লেখ্য করে ঐ শিক্ষিকাকে নিয়ে দুই পরিচালকের রাত কাটানোর অভিযোগ আনা হয়েছে। যা এই বিদ্যালয়ের সুষ্ঠ্য শিক্ষার পরিবেশ মারাতœক ভাবে ক্ষন্ন হচ্ছে। পরিচালকদের উল্লেখিত অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে আনোয়ার হোসেন নামে এক শিক্ষককে স্কুল থেকে বহিস্কার করা হয়েছে যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষিকা সহ দুই পরিচালক কে স্কুল থেকে দ্রুত অপসারনের দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা। উল্লেখ্য পূর্বেও পরিচালক সেলিম ও আরিফের এ সব কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা মানব বন্ধন করেছেন। সরেজমিনে জানা যায়, স্কুলের ছাত্রী মেঘলা ও সোনীয়া বলেন এক ছাত্রীর সাথে পরিচালকের আপত্তিজনক ছবি তুলার কথা এবং এক সহ শিক্ষিকার সাথে আপত্তি জনক ছবি তুলার কথা। আরও জানা যায় তুষ্টি (৯ম শ্রেনী), সাইমা(৯ ম শ্রেনী) ছাত্রী বলে ক্লাশ চলাকালীন সময়ে পরিচালক স্যার মিসকে (সহ শিক্ষিকা) ডেকে নিয়ে যায় এমনকি আমরা কয়েক জন শিক্ষার্থী ওনাদের অপত্তিকর অবস্থায় দেখতে পাই। এছাড়াও তাদের স্বাক্ষরকৃত অভিযোগের সত্যতা স্বিকার করেন। এ ব্যাপারে স্কুলের পরিচালকদের যোগাযোগের চেষ্টাকরেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল এই কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন। প্রকাশ, শাহীন স্কুল এন্ড ক্যাডেট কলেজের দেশ ব্যাপী ১ শত ৭ টি শাখা রয়েছে।

Print Friendly, PDF & Email