|

গ্রাম ও শহর- কবিতা

প্রকাশিতঃ ৭:০৯ পূর্বাহ্ণ | মে ১১, ২০১৮

শাকিল পাঠান:

গ্রাম গঞ্জে পাখির বুলি

ঢাকা শহরে উড়ে দোলা বালি

গঞ্জে বলে শহরের দোলি চাই

শহর বলে আহা!গ্রামের স্নিগ্ধ হাওয়া যদি পাই

শহরে পৃথিবী ধ্বংশে তেড়ে চলে গ্রাম গঞ্জে

প্রকৃতির রুপের দেখা মিলে কেউ ঠাই পেতচায় শহরে

কেউ চায় গ্রামে এই দুইয়ে নীতি কেনা বেচা হয় চড়া দামে

গ্রাম শহরের সমন্বয়ে বাড়াতে হবে শক্তি

এগিয়ে যাওয়া রাস্তা হল শিক্ষা ও প্রযুক্তি

সবাই মিলে করতে গড়তে হবে সোনার বাংলাদেশ

শিক্ষা- শান্তিতে জ্বলে উঠবে মোদের বাংলাদেশ

 

লেখক- ছাত্র

Print Friendly, PDF & Email