|

অবশেষে পরে থাকল একটি বলপেন

প্রকাশিতঃ ১:০৯ পূর্বাহ্ণ | জুলাই ১৫, ২০১৮

তৈহিদুর রহমান রাছেল:

অবশেষে পরে থাকল একটি বলপেন,

কিছু ঝড়ে যাওয়া পাতা,

ধূসর হয় পৃথীবির রং,

খসে খসে মুছে যায় দেয়াল লিখন।

অবশেষে দুজন দুজনার মুখোমুখি,

কথা না বলে, হয়ে যায় অনেক কথা।

অবশেষে খসে জোসনা রাতের তারা,

চাঁদেরো তো কলঙ্ক!

মন হারায় না ফেরার দেশে,

দিনের আলোয় যদ্ধ – দিনের সূর্যটাও,

অবশেষে নিমজ্জিত অন্দ্বকারে,

তোর আমার শহুরের কালপ্রিট ।

তবু ভেঙে যাওয়া দেয়ালের,

পাথরের ভাঁজ ,

ভাঁজ সুখ ছড়ায় তোর আমার নগর মহলে।

লেখক: স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ নেতা।

Print Friendly, PDF & Email