|

অন্ধকার অদ্ভুত ধাঁধার নাম

প্রকাশিতঃ ৬:৫৯ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০১৮

তৈহিদুর রহমান রাছেল:

অন্ধকার অদ্ভুত ধাঁধার নাম

জীবনের বায়োস্কোব স্বচ্ছ দেখবার।

মিথ্যে জন্ম, জন্ম থেকে মিথ্যার।

ঝলসে যাক,পরে থাক, পুড়ে যাক,

শেষ থেকে শুরুর পঙ্গতিমালায় ।

বিশ্বাস হতে নিঃশ্বাসের ছোঁয়া নিক,

দীর্ঘশ্বাসের পর সু প্রভাতের আলো আসুক।

উৎ পেতে থাকা কথার ধার অবিশ্বাস,

চেনা গল্প অচিন হবার।

তাও হয়তোবা সব মিথ্যে !

তবু অনেক কিছু থাকে, উত্তরাধিকার।

লেখক: স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ নেতা।

Print Friendly, PDF & Email