|

আর কত প্রাণ

প্রকাশিতঃ ১২:০৩ পূর্বাহ্ণ | জুলাই ৩১, ২০১৮

শাফিউল কায়েস:
আর কত প্রাণ নিলে,
যাত্রীবাহী চালকেরা হবে শান্ত ;
আর কত রাজীব?আর কত পায়েল?আর কত ঝুমা?
আর কত শিক্ষার্থী? আর কত পথচারী?
আর কত প্রাণ গেলে যাত্রীবাহী চালকেরা হবে শান্ত?
আর কত স্বপ্ন নিত্যদিন গাড়ির চাকায়
পিষ্ট হয়ে ধুলোয় বিলিন হয়ে যাবে?
আর কত মা-বাবার কোল শূন্য হবে?
আর কত ভাই তার বোনকে হারাবে?
আর কত বোন তার ভাইকে হারাবে?
আর কত সন্তান আর কখনো বাবা বলে ডাকতে পারবে না?
আর কত যে সন্তান ঘরে ফিরবে না!
আর কত যে বাব-মা ঘরে ফিরবে না!
আর কত যে ভাই বোন ঘরে ফিরবে না!
আর কত যে শিক্ষার্থী শিক্ষাঙ্গনে পদাচারণ করবে না!
বাঁচতে চাই এই  রাস্তা নামক মৃত্যুর  ফাঁদ থেকে ;
বাঁচতে চাই যানবাহন নামক যমদূত থেকে৷
একটি জীবন বাঁচলে , বেঁচে থাকবে হাজার সব স্বপ্ন৷
একটি অমূল্য জীবন বেঁচে থাকুক,বেঁচে থাকুক হাজার সব স্বপ্ন৷
লেখকঃ শিক্ষার্থী , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ৷
Print Friendly, PDF & Email