|

দায়িত্ব যাদের কাছে তারা পারেনি এবং পারবেও না

প্রকাশিতঃ ১:৪৯ পূর্বাহ্ণ | আগস্ট ০৪, ২০১৮

মিসবাহুল ইসলাম সা‘দ:

দায়িত্ব যাদের কাছে তারা পারেনি এবং পারবেও না, করে দেখালো আমার স্কুল-কলেজ পড়ুয়া ভাই-বোনগুলো……….
শ্রদ্ধাবোধ আসে এদের উচ্চমানের মন-মানসিকতা,দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতায়।।
গর্বে বুকটা ভরে যায় এদের চিন্তা-চেতনায়।।

কিন্তু খুব লজ্জা হয়,খুব ভয় হয় যখন চিন্তা করি দায়িত্ববান মানুষগুলো আসলে যার যেই দায়িত্ব এবং যেভাবে তা পালন করতে হয় কিংবা উচিৎ সেই সম্যক জ্ঞান সম্পর্কে তাদের কোন ধারণাই নেই।।

হায় বাঙ্গালী স্বাধীনতার ৪৭ বছরেও নিজ দায়িত্ব কি তাই বুঝলামনা।।

যেই বাংলাদেশের আশা আমাদের তরুণদের মনে অনেকদিন পর হলেও মনে হচ্ছে এর একটা প্রতিফলন দেখতে পারছি,হ্যা এইরূপ নিয়মতান্ত্রিক,সাম্যবাদী একটি রাষ্ট্র আশা করি যেখানে দল-মত নির্বিশেষে সবাই মানুষ বলে গণ্য হবে,যেই রাষ্ট্র সত্য এবং ন্যায়ের ওপর হবে প্রতিষ্ঠিত,যেখানে রাজনীতি নিজের জন্য নয় হবে দেশের জন্য,সরকার হবে সার্বজনীন ও মঙ্গলময়……..
এইরূপ বাংলাদেশের আশায় মগ্ন হয়ে রইলাম…।।

সর্বশেষে একটি কথাই বলতে চাই, আমরা হতাশ নই,আমরা আশাবাদী….হতাশা যে শয়তানের বৈশিষ্ট্য।।।

লেখক: সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়স্থ ভালুকা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ও সিনিয়র সহ-সভাপতি, অভ্যুদয়।

Print Friendly, PDF & Email