|

ঢোক গিলতে কষ্ট হচ্ছে?

প্রকাশিতঃ ১১:০৯ পূর্বাহ্ণ | আগস্ট ০৭, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবরঃ কোনো কোনো রোগী অভিযোগ করেন, তার খাবার পানি বা বড়ি গিলতে অসুবিধা হয়। তারা তাদের গলায় কিছু আটকে আছে বা টিউমারের মতো কিছু আছে বলে বোধ করেন। অনেকের এর সঙ্গে বুকজ্বালা বা হজমের অসুবিধাও থাকে।

কারণ : সাধারণত দুটি কারণে এমনটি হয়। প্রথমটি হচ্ছে পাকস্থলির খাবারও এর এসিড নিচে না নেমে উল্টোদিকে বা উপরে উঠে আসলে, একে রিফ্লাক্স বলে। এটি দিনে বা রাতে, খাবার খেলে বা না খেলেও হতে পারে। স্বরযন্ত্র বা গলায় রিফ্লাক্সে এমনটি হয়। এদের সবার বুকজ্বালা নাও থাকতে পারে।

যাদের গলায় চাকার মতো বোধ হয় বা কিছু চেপে আছে বলে মনে হয় তাদের এ সমস্যাকে গ্লোবাস ফেরিনজিস বলে। এটি আসলে ক্যান্সার নয়।

কী করবেন : এ রোগীদের বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়। প্রোটন পাম্প ইনজিবিটর বা গ্যাস্টিকের ওষুধ খেলে অনেক রোগী আরামবোধ করেন। যাদের ওষুধে কাজ হয় না তাদের এনটি রিফ্লাক্স সার্জারি করতে হয়। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যাতে রিফ্লাক্স বা বুকজ্বালা না হয়।

পরামর্শ

-এ রোগীরা ধূমপান বর্জন করবেন।

– খুব বেশি টাইট জামা কাপড় না পরা, বিশেষ করে কোমরের দিকে।

– খাওয়ার পরপরই না শোয়া এবং পানি পান না করা।

– পনির, চকলেট, পেস্ট্রি বর্জন করা। ভাজা-পোড়া কম খাওয়া।

-লেবু জাতীয় পানীয় পান না করা। উত্তেজক পানীয় (মদ) না খাওয়া

-শারীরিক ওজন বেশি হলে কমিয়ে ফেলা।

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন

নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন

ইমপালস হাসপাতাল, তেজগাঁও ঢাকা।

মোবাইল ফোন – ০১৭১৫০১৬৭২৭

Print Friendly, PDF & Email