ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
প্রকাশিতঃ ৯:১১ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, চিত্রাংকন প্রতিযোগিতা, শোক র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালীভোজের মধ্য দিয়ে দিসবটি পালিত হয়।
পরিষদ চত্তর থেকে একটি শোক র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্তরে এসে শেষ হয়।
পরে মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা. সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, আ‘লীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন , হাজি রফিকুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মফিজুর রহমান, যুবলীগ উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, কৃষকলীগ উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব মহন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগ উপজেলা শাখার সম্পাদক শাহরিয়ার হক সজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবন্দ্র বক্তব্য রাখেন।
