|

যে স্বপ্নের পেছনে আনাগোনা

প্রকাশিতঃ ১১:১৭ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৮

তৈহিদুর রহমান রাছেল:

যে স্বপ্নের পেছনে আনাগোনা,

বিষণ্য আর মলিন করতে পারে!

কোন কালেও দেখা দিবেনা,

চির চেনা বাস-স্টপে।

পাড়া,মহল্লা কিংবা শহুরে –

নামবে পথিক প্রাণের টানে নিজেকে বিলাতে অন্যের জন্য তবু পাবেনা নিজেকে,

নিজের মাঝে।

চায়ের স্টল,

অচেনা পথিক গাছের শীতল ছায়া হতে পারেনা না বলা হাহাকারের সাক্ষী সবই নিশ্চুপ,

নিশ্চুপ রাতের তারা।

কোন কালে চিনতে পারবে কি,

তেমার মাঝের তুমি কে?

তাও খুজে দেখ?

পেতে পার তোমায়,

বিশাল আকাশ, মাটি, বন অন্ধকার কিংবা ধূলোবালির চরাচরে।

লেখক: স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ নেতা।

Print Friendly, PDF & Email