|

ইচ্ছা শক্তি

প্রকাশিতঃ ৪:৩৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০১৮

ইচ্ছা শক্তি

-শাকিল পাঠান

ইচ্ছা শক্তি বাড়ায় ভক্তি

সৎ নিষ্ঠার আহার সু যুক্তি

চেষ্ঠায় পারে অসাধ্য সাধন

মোক্ত তোমার হাতের বাধন

কিছু করো আকড়ে ধরো

তুমি পাড়বে,তুমি পাড়ো

গুণিজনে সপ্ন তাড়া করে বেড়ায়

ঘুম হারে সে অসাধ্যকে হারায়

চেষ্ঠা সফলতাকে ডাকে

আগাও তবে, যদি লক্ষ্য ঠিক থাকে

গুণিজনে সপ্ন তাড়া করে বেড়ায়

ঘুম হারে সে অসাধ্য কে হারায়

তারা বীর তাদের স্থিতি জয়

তারা সৃষ্টি কোমলমতি হিংস্র নয়

চেষ্ঠা সফলতাকে ডাকে

আগাও তবে, যদি লক্ষ্য ঠিক থাকে

আবেগ পরিত্যক্ত পদার্থ নয়

তবু ভয় যদি হিতে বিপরীত হয়

যুদ্ধ চলে অস্ত্র ছাড়ায়

সত্যে অটুট লড়াই বড়াই

আপন লক্ষ্য হয় পর

অলসতায় পূর্ণ দুঃখের ঘর নীতির স্পর্শে সোনা আসে,

ভালোর ঠাই স্বর্গ বাসে।

Print Friendly, PDF & Email