|

ময়মনসিংহে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ কার্যক্রম শুরু

প্রকাশিতঃ ৯:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  তরুণ উদ্যোক্তার খোঁজে মাঠে নেমেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়ং বাংলা। তরুণদের আইসিটিসহ সামাজিকভাবে আরও বিকোশিত করার লক্ষ্যে যৌথভাবে প্রতিষ্ঠানগুলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি জানান ইয়াং বাংলা জেলা সমন্বয়কারী এইচ এম খায়রুল বাসার ও ঝরা মনি বিশ্বাস।

এসময় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের সংগঠনগুলোকে সামাজিক কাজে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ অ্যাওয়ার্ডের আয়োজন করেছে সিআরআই। ১০ বিভাগে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে রয়েছে দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরও বেশ কিছু বিভাগে এ পুরস্কার দেয়া হবে।

 

Print Friendly, PDF & Email