|

ডেমরায় প্রবাসী বৃদ্ধাকে জবাই করে হত্যা

প্রকাশিতঃ ১২:৪১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: রাজধানীর ডেমরায় মোছা. মাকসুদা বেগম (৬০) নামে কুয়েত প্রবাসী একজন বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ডেমরার বড়ভাঙ্গা নান্টু ভূইয়া রোড এলাকায় অবস্থিত ওই বৃদ্ধার নিজ বাড়ী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। তবে লাশ উদ্ধারের সময় মৃতের দেহ থেকে মাথা আলাদা পাওয়া গেছে এবং পেট কাটা ছিল বলে ভুড়ি বেরিয়ে গেছে। লাশের পাশে কমলা রঙের কাজ একটি মেক্সী ও বেগুনি রঙের একটি ছায়া পাওয়া গেছে। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরের পরে লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ডেমরা থানা পুলিশ। এ সময় সিআইডির (ক্রিমিনাল ইনবেষ্টিগেশন ডিপার্টমেন্ট) ক্রাইম সিনের প্রতিনিধি দল ঘটনাস্থলে লাশ পর্যবেক্ষণ করেন। লাশটি অর্ধগলিত ও ফুলে ফেঁপে গেছে। লাশের ডিএনএ টেষ্ট করা হবে বলে জানান ক্রাইম সিন দলের ইন্সপেক্টর মো. মূর্তাজা কবির। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা ৪/৫ দিন আগে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। মৃত মাকসুদা বেগম শরিয়তপুরের গোসাইরহাট থানার কোদালপুর দেওয়ানপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। মৃতের স্বামী সন্তান কেউ ছিলনা। মৃতের ভাইয়ের মেয়ে লাভলী বেগম ও তার চাচাতো ভাই রশীদ জানায়,দীর্ঘ প্রায় ৩০ বছর ধরেই মাকসুদা বেগম কুয়েতে থাকেন। গত ২ বছর ধরে তিনি দেশে এসেছেন। বেশিরভাগ সময় গ্রামের বাড়ীতে থাকতেন মাকসুদা। তার নিজের কোন ছেলে মেয়ে নেই। বাবু নামে পালক একটি ছেলে আছে সেও একসঙ্গে থাকেনা। তার স্বামী বাচ্চু মিয়ার সঙ্গে গত ১৫ বছর ধরে আলাদা থাকেন। কোরবানীর ঈদের পর তিনি গ্রামের বাড়ী থেকে ঢাকায় আসেন। মৃতের দোতলা ভবনের নিচতলায় এক ভাড়াটিয়া দম্পতি ছিলেন যারা ৪/৫ দিন আগে চলে গেছেন। তখন থেকে মাকসুদা বেগমকেও দেখা যায়নি বলে জানান নতুন ভাড়াটিয়া রাজমিস্ত্রী মো. ওয়াসিম। মঙ্গলবার সকালে দোতলা থেকে পচা দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে ভাড়াটিয়া ওয়াসিম ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মাথা ছাড়া মৃতের লাশ দেখতে পান। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এ বছর ২১/২২ সেপ্টেম্বরের মধ্যে তিনি কুয়েতে যাবেন ঠিক করেছেন বলে জানিয়েছেন মৃতের ভাতিজি লাভলী বেগম ও এলাকার ফার্নিচারের বার্নিশ মিস্ত্রী মো. সুজন। তিনি বলেন, ৫/৬ দিন আগে তাকে মৃত মাকসুদা বেগম ঘরের সব ফার্নিচার বার্নিশ করে পলিথিন দিয়ে ঢেকে রাখার কথা বলেন। ২১ বা ২২ সেপ্টেম্বর তিনি কুয়েতে ফিরে যাবেন ও জানিয়েছেন ওই বৃদ্ধা। এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. সেলিম বলেন, এই মর্মান্তিক মৃত্যুর বিষয়ে এ পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে সুখ্যভাবে তদন্ত চলছে। শিগগিরি এ খুনের তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email