|

এক যে ছিল রাখাল ছেলে

প্রকাশিতঃ ৩:৩৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০১৮

এক যে ছিল রাখাল ছেলে

আ.ফ.ম.আফজাল হাসান

 

এক যে ছিল রাখাল ছেলে

নেইকো তার সাথী

গরু,মহিষ নিয়েই তার

কাঁটতো দিবা,রাতি!

সূর্য উঠার সাথে সাথে

গরু,মহিষ নিয়ে

ছুঁটাছুঁটি শুরু হতো

ছাঁতা মাথায় দিয়ে!

মনের সুখে গরু,মহিষ

খেতো সবুজ ঘাস

এমনি করে রাখাল ছেলের

কাঁটতো বারোমাস!

চিড়া,মুড়ি,কাঁচা মরিচ

থাকতো তার সাথে

এসব খেয়েই মনের সুখে

পেট ভরাতো তাতে!

দূপুর রোদে বটের ছাঁয়ায়

একটু খানি ঘুম

ঘুমের রানী তার কঁপালে

এঁকে দিতো চুম!

নদীর জলে গরু,মহিষ

সাঁতার দিতো সুখে

সুখের হাওয়া বয়ে যেতো

রাখাল ছেলের বুকে!

রাখাল ছেলের বাঁশির সূরে

মাতাল বিকেল বেলা

রাজকন্যা আর পরীরা সব

করতো এসে খেলা!

গান,গল্পে রাখাল ছেলের

জুরি মেলা ভার

এই গাঁয়েতে তার মতো

কেউ ছিলোনা আর!

রাখাল ছেলের প্রেমে পড়লো

নাতনি,ছুড়ি,বুড়ি

হিংসে করে ছেলেরা সব

দিলো এবার আড়ি!

অভিমানী রাখাল ছেলে

করলো অভিমান

মনের দুঃখে রাখাল ছেলে

করলো পিছুটান!

কোথা হতে এসেছিল

কেউ নাহি তা জানে

রাখাল ছেলে হারিয়ে গেলো

গোপন অভিমানে!

রাখাল ছেলের বাঁশির সুর

হাওয়ায় হাওয়ায় ভাঁসে

দূর আকাশের তাঁরা হয়ে

রাখাল ছেলে হাঁসে!

Print Friendly, PDF & Email