|

চোখের সামনে দেখতে পাচ্ছি বিজয়

প্রকাশিতঃ ৯:৩৭ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, চোখের সামনে বিজয় দেখতে পাচ্ছি। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে। এখন উচিত হবে, শেষ মুহূর্তে সমালোচনায় কান না দিয়ে আন্দোলন নামক অস্ত্র ব্যবহার করা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ইভিএম বর্জন : জাতীয় নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। বিএনপিপন্থি এই শিক্ষাবিদ আরও বলেন, বিএনপি ইমেজিং টাইগার হয়ে আবার ফিরে আসুক, তাহলেই কেবল সরকার পতন সম্ভব। তাই কোনো সমালোচনায় কান না দেওয়া ভালো। সামনে কঠিন দিন আসছে। তিনি বলেন, সরকার ঐক্য প্রক্রিয়ায় ভীত-সন্ত্রস্ত। তাদের কথায় শালীনতা নেই। এরই মধ্যে হিসাব করে কথা বলার চেতনাও তারা হারিয়ে ফেলেছেন। এমাজউদ্দীন বলেন, জাতীয় ঐক্য যেন অক্ষুণ্ন থাকে, সে জন্য তা আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, সামনে আমাদের সময় আসছে। খালেদা জিয়া তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন।
Print Friendly, PDF & Email