|

ইসলামিয়া সুপার মার্কেট থেকে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ ১০:১৮ পূর্বাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে আন্তজেলা মোবাইল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ফোন, ১৪টি সিমকার্ড, স্ক্রু-ড্রাইভারসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। সোমবার রাতে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাসকান্দি কাশিমপুর গ্রামের মো. আয়ুব আলীর ছেলে ওসমান ওরফে সাদ্দাম (৩০), একই এলাকার ফজলুল হকের ছেলে মো. রুবেল (২৫), শিবপুর উপজেলার লক্ষ মাদারেরচর গ্রামের কামরুল মাতব্বরের ছেলে মো. ইয়াসিন (১৯) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোনামুখিচর গ্রামের রায়হান মুন্সির ছেলে মো. এজাজুল মুন্সি।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি শহরের বিভিন্ন মার্কেট থেকে মোবাইল চুরি করছিল। সোমবার রাতে তারা ঢাকা থেকে কিশোরগঞ্জে আসে। গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email