|

বুঁজে চলা

প্রকাশিতঃ ১২:০৮ পূর্বাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: 

হঠাৎ করে বেসামাল চলা

হঠাৎ করে চলতি পথে কাউকে থামিয়ে দেয়া,

এ সেটা তো যন্ত্রণা তাই বলছি জীবনেএকটু বুঝে চলা।

বাঁচার স্বপ্ন আমরা দেখি নতুন আত্মবিশ্বাসী হয়ে

কি বলি আর কি করি তবে আত্মবিশ্বাস ভাল না।

আমার দৃষ্টি যায় অনেক দূর আমার চোখে সব নীল,

আমি পথ খুঁজি পাইনা তবে কেন গন্তব্যের,

সঠিক কোন মিল।

প্রতি রাত কেমন হয় জানিনা তবে,

সময় টা ভাল কাটেনা আমার নিঃশ্বাস থাকেনা বুকে,

এত ত্যাগ এত কষ্ট সব কিছু যেন নষ্ট নষ্ট।

কেন জানি সবকিছু ভুলে যাই,

তবে আসলে ভুলে যেতে চাই

মাটি কেটে কেটে পথ বানাই আবার সে পথ দিয়ে মানুষকে হাঁটাই,

আমি চেয়ে থাকি আকাশের পানে,

আকাশের কাছে গেলে,

মানুষ অনেক দূরে তবে আমি কোন দিকে যাই।

লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।

Print Friendly, PDF & Email