|

মঞ্চে দাঁড়িয়ে কাঁদলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিতঃ ১০:০৫ পূর্বাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি নেতাহীন দল। ড. কামাল হোসেন সংলাপে বসার চিঠি দিয়েছেন। সংলাপ হবে ১ নভেম্বর। তবে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গতকাল দুপুর ১টায় পূর্ব মাদারীপুর কলেজ মাঠ প্রাঙ্গণে পূর্ব মাদারীপুর কলেজ সরকারিকরণ উপলক্ষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়ত আবদুর রাজ্জাকের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচাল করার জন্য ২০১৪ সালে পেট্রলবোমা নিক্ষেপ করেছিল ও মায়ের কোল খালি করেছে। শুধু তাই নয় ৫০০ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। ২২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল। তারপরও তারা সফল হয়নি। আবারও ২০১৫ সালে হরতাল, অবরোধ করেছিল সফল হয়নি। আগামীতেও হবে না। তিনি বলেন, দুর্নীতির কারণে দলের প্রধান খালেদা জিয়া জেলে, তারেক জিয়ার যাবজ্জীবন হয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ড. কামাল। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। তবে শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান মোতাবেকই নির্বাচন হবে। তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ । আর ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে চলেছি। তিনি বলেন, পদ্মা সেতু করতে বিশ্বব্যাংক টাকা দেবে না। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সেই পদ্মা সেতু ৬০ শতাংশ দৃশ্যমান। তিনি বলেন, পায়রা বন্দরটি সুন্দর করে সাজানো হয়েছে। তার পাশেই চীনা কোম্পানি ও বাংলাদেশের একটি কোম্পানি মিলে ৬ হাজার বিঘা জমির ভিতরে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বানানো হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিক্ষেপের মাধ্যমে ৫৭টি দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের সিঙ্গাপুর।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন।

Print Friendly, PDF & Email