|

বাংলাদেশ প্রতিদিনের নাম ব্যবহার করে ভুয়া সাইট

প্রকাশিতঃ ১১:৫২ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০১৮

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাম ব্যবহার করে ওয়েবসাইট বানিয়েছে একটি কুচক্রী মহল। শুধু তাই নয়, সেখানে বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পাঠকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই সাইটে প্রকাশিত কোনো খবরের দায়ভার বহন করবে না বাংলাদেশ প্রতিদিন

নকল ওয়েবসাইটটিতে আসল বাংলাদেশের প্রতিদিনের লোগো ব্যবহার করা হয়েছে। তবে নকল ওয়েবসাইটটির ডোমেইন নামের বানান আসল বাংলাদেশ প্রতিদিনের নামের বানান থেকে আলাদা। কিন্তু খুব কাছাকাছি। একটু খেয়াল করলেই পাঠক বিষয়টি ধরতে পারবেন।

আসল বাংলাদেশ প্রতিদিন (http://bd-pratidin.com) ওয়েবসাইট নিশ্চিত হতে ক্লিক করুন।

Print Friendly, PDF & Email