|

বিসর্জন

প্রকাশিতঃ ১০:১০ পূর্বাহ্ণ | নভেম্বর ২৭, ২০১৮

বিসর্জন

হাবিব জিহাদী

গতরাত যে নবজাতকের জন্ম হলো ফুটপাতে

সে জানে না তার মা কে!

তার অতিত

তার ভবিষ্যৎ কিছুই জানা নেই

রেল ষ্টেশনে যে মা ঘুমিয়ে আছে

কাঁথা গায়ে

তার উরশে কার সন্তান জানা নেই!

ক্ষুধার দ্বায়ে কত সুন্দর বিসর্জন তার!

টিফিনের টাকা বাঁচিয়ে যে কিশোরী প্রেমিককে হাত ঘড়ি উপহার দিয়ে ছিলো

সেটাও কম কিসের!

অতপর-

ব্যবহার হয়েছে ভেঁজা টিস্যুর মত!

মা ও বাবাকে খুশি করতেই শান্তর আত্মহনন নাকি পরিকল্পিত হত্যা

ঘোরের ভিড়ে পুরো বন্ধু মহল!

তেঁতুল গাছে ঝুলছে কবিতার রক্তাক্ত লাশ!

মদের বোতলে সুখ খোজে গাড়ি চালক!

অানন্দময় যাত্রার প্রত্যয়ে

এদিকে আদরের বোনকে বাঁচাতে ভাইয়ের কিডনি বিক্রয়!

পরম উদাহারণ ভালোবাসার

মানবতাও আজ বিবেকের কাটঘড়ায়!

মমতাময়ী মা সেই কবেই হারিয়েছে তার জীবন সঙ্গীকে!

আপশ না করায় হারাতে হয়েছে

বাড়ি,গাড়ি ও আদরের দুলালকে!

স্বার্থবাদী মা আজ অবরুদ্ধ!

প্রতিহিংসার মায়া জালে

আজ কাল-

বিসর্জন করতে শিখে গেছে

কবিতাও!

আবদ্ধ হয়ে আছে ঘৃণিত সমাজে!

একটু সুখের পরশ পেতে মা যখন তার ছেলেকে হিজরত পাঠান

হাজার কষ্টকে বুকে চাঁপা দিয়ে

তখন কেমন লাগে!

মা ছাড়া কেউ বুঝার আছে!

Print Friendly, PDF & Email