|

গ্রামের কথা

প্রকাশিতঃ ৮:০২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০১৮

গ্রামের কথা

মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ

 

শোনো বলি গ্রামের কথা

শেষ হবে না বলে,

আমার গ্রামটি সবার সেরা

সবাই মিলে চলে।

 

এই গ্রামেতে জন্ম আমার

ধন্য আমি তাই,

সবাই এখন সবার ভক্ত

তাই কোনো ভয় নাই।

 

কারো কিছুর অভাব হলে

পূরণ করে সবে,

সবার পাশে চলে সবাই

আস্থা রাখে রবে।

 

কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে

ভুলে দ্বিধা দ্বন্দ্ব,

একই পথে চলে সবাই

বুঝে ভালোমন্দ।

 

আমার গ্রামটি সবার কাছে

মায়ের মতো আপন,

এই গ্রামেরই মানুষগুলোর

সরল জীবনযাপন

Print Friendly, PDF & Email