|

ভালুকায় ভাইস-চেয়ারম্যান পদে আ‘লীগের মনোনয়ন চান মুক্তিযোদ্ধা কন্যা লামিয়া

প্রকাশিতঃ ৪:২০ পূর্বাহ্ণ | জানুয়ারি ১৪, ২০১৯

মো. সজিব হাসান, ভালুকার খবর: আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান মুক্তিযোদ্ধা কন্যা মোছা. শারমিন খানম লামিয়া। উপজেলার কাঁঠালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী বরকত উল্লাহর মেয়ে তিনি।

ছাত্রজীবনে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে নাম লিখান লামিয়া। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান অনলাইন কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ‘লীগের টিকেটে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু‘র নির্বাচনী প্রচারণায় সরব অংশগ্রহণের মাধ্যমে উপজেলার নেতৃত্ববৃন্দের নজরে আসেন তিনি। বাবার পরিচিতি ও নিজের পরিশ্রমী মনোভাবের ফলে স্থানীয় আ‘লীগের সুপারিশে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ এ নারী নেত্রী।

মোছা. শারমিন খানম লামিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ‘‘আমি মুক্তিযোদ্ধার সন্তান, বাবার কাছ থেকেই দেশপ্রেমের দীক্ষা নিয়েছি আমি। নারী ক্ষমতায়নে বিশ^াসী দেশরত্ন শেখ হাসিনা আমার প্রেরণা। জনপ্রতিনিধি হতে পারলে শিল্পসমৃদ্ধ ভালুকায় নিজের পজেটিভ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। আমার দৃঢ় বিশ^াস আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় মহিলা-ভাইস চেয়ারম্যান পদে আ‘লীগের মনোনয়ন আমিই পাবো ইনশাআল্লাহ”।

Print Friendly, PDF & Email