|

ভালুকা-ত্রিশাল মৈত্রি কলেজে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিতঃ ৫:১১ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৯

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: যথাযথ মর্যাদার নানা কর্মসূচির মধ্য দিয়ে ভালুকা-ত্রিশাল মৈত্রি কলেজে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, সহ-সহকারী অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, সহকারী অধ্যাপক আনোয়ারা পারভীন ডলি, সহকারী অধ্যাপক আমিনা বেগম, সহকারী অধ্যাপক হারিসুল আহাম্মদ মুক্তা, সহকারী অধ্যাপক রেহেনা সুলতানা সুমা, প্রভাষক মোতাহার মাহফুজুর রহমান, প্রভাষক মো. ফয়েজ উদ্দিন, প্রভাষক সোহেল রানা, প্রভাষক আবু হানিফ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক মফিজুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল আওয়াল, শরির চর্চা শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

এসময় কলেজের ছাত্র-ছাত্রী, কর্মকর্ত ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email