|

গফরগাঁওয়ের পোড়াবাড়ি গ্রামবাসীকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা

প্রকাশিতঃ ৯:৪৪ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৯

ঈদ মোবারক, ঈদ মোবারক! আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে নবগঠিত পোড়াবাড়িয়া বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে এলাকার ধর্মপ্রান মুসলমানদের নিয়ে । হযরত মাওলানা হাফেজ কারি রফিকুল ইসলাম (মাদানী) সাহেবওয়াজ নছিহত করেন ,বিশেষ ভাবে হিংসা বিদ্বেস ভুলে এক ভ্রাতৃত্ব বন্ধনে কিভাবে অবদ্ধ হওয়া যায় এর উপর বিশেষ নছিহত ও দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং পোড়াবাড়িয়া নব গঠিত কেন্দ্রীয় ঈদগা মাঠে সমবেত অসংখ্য মুসল্লিদের নিয়ে ঈদুল আয্হার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় কcন। মহান আল্লাহপাকের কাছে অত্র এলাকার জিবীত ও মৃত মুসলমানদের শান্তি জন্য দোয়া করেন এবং অত্র এলাকার একতা ও সম্পৃতি বজায় থাকে এবং বিশ্ব মুসলামাদের নির্যাতন ও নিপিড়ন যাতে অচিরেই বন্ধ হয় সেই লক্ষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। বিঃদ্রঃ দোয়া ও মুনাজাতের পূর্বে আমাদের পোড়াবাড়িয়া গ্রামের উন্নায়নের রুপকার তথা মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তা সহ অনেক সামাজিক কাজে যিনি উনার জীবনের অধিকাংশ সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং স্বপ্ন দেখতেন ও আমাদেরকেও দেখাতেন এবং তারই নেতৃিত্বে আমরাও অনেক সময় এলাকার অনেক উন্নায়ন মুলক কাজে অংশ গ্রহন করেছি, সেই প্রয়াত স্বপ্নদ্রষ্টা আমার সম্মানিত শিক্ষক মরহুম জনাব আঃ করিম মাস্টারের অারও একটি স্বপ্ন পোড়াবাড়িয়া কেন্দ্রীয় ঈদগা মাঠ প্রতিষ্ঠিত হওয়ায় তাকে বিশেষ ভাবে স্মরণ এবং তার রুহের আত্নার মাগফেরাতের জন্য সর্বস্তরের লোকজন বিশেষ দোয়া করেন এবং সকল ভেদাবেদ ভুলে প্রয়াত স্বপ্নদ্রষ্টার স্বপ্নকে আরও যথাযথ বাস্তবায়ন করার জন্য এলাকার যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন প্রতিঙ্গা বদ্ধ হয়। ।আমরাও আজ শুকরিয়া মহান আল্লাহর দরবারে উনার ইচ্ছা বাস্তবায়ন করতে পেরে…… আবারও একটি কথা না বললেই নয় আজ আমি আছি হয়ত একদিন থাকব না, সেই দিন আপনাকে আমার মৃত দেহ কাদে বহন করতে হবে, আবার হয়ত একদিন আপনিও থাকবেন না, আপনাকে কারও না কারও কাদে উঠে শেষ বিদায় হতে হবে। তাই একটু নিরবতার সহিত চক্ষু বন্ধ করে চিন্তা করুন কোথায় ছিলেন অার কোথায় আসছেন, আবার কোথায় আপনাকে চলে যেতে হবে….!!আপনার আমার পূর্বে অনেকেই দুনিয়াতে আসছিল আজ তারা নেই আমরাও একদিন থাকব না তাই আসুন সকল হিংসা বিদ্বেস আত্ন অংকার ভুলে সবাই এক সাথে কাদে কাদ মিলিয়ে আগামী ঈদে যেন সবাই সমবেত হয়ে এক সাথে পোড়াবাড়িয়া কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করতে পারার প্রত্যাশা ব্যাক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তথাপি আমার লিখার মাঝে যদি কোন ভুল -ত্রুটি হয়ে থাকে সবাই ভাই,বন্ধু, ভাতিজা কিংবা সমবয়সী ভেবে নিজ গুণে ক্ষমা করবেন।।

লেখক:

এস.এম আল আমিন (এম.এ)

পোড়াবাড়িয়া, গফরগাঁও, ময়মনসিংহ।

Print Friendly, PDF & Email