|

ভালুকায় পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে অভিযান

প্রকাশিতঃ ৬:৫৬ অপরাহ্ণ | অক্টোবর ০২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভালুকা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

এ সময় সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০/৮৫ টাকা কেজি দরে। সেই দামেই পেঁয়াজ কিনছিলেন খুচরা ব্যবসায়ীরা। অভিযান শুরুর পর পাইকারি ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা জানান, ‘পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ থাকলেও সরজমিনে গিয়ে পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবধান ৫/৭ টাকা পাওয়া যায়। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে’।

Print Friendly, PDF & Email