|

অযত্নে অবহেলায়

প্রকাশিতঃ ৯:৫০ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৯

মো. জাহাঙ্গীর আলম মহসিন

অযত্নে অবহেলায় সব কিছুই বেড়ে উঠে
যেমন বৃক্ষরাজী থেকে প্রাণীকূল এবং
তাদের প্রয়োজনে বাদ বাকি সকল
শুধু ভালবাসা বেড়ে উঠে না।

অযত্নে অবহেলায় সবকিছুই বেড়ে উঠে
বৃষ্টি ঝড়িয়ে বেড়ে উঠতে দেখেছি মেঘ মালা
শুকিয়ে গিয়েও জলরাশি বুকে ধারণ করে নদী
শুধু ভালবাসা বেড়ে উঠে না।

অযত্নে অবহেলায় সবকিছুই বেড়ে উঠে
ক্ষয়ে ক্ষয়ে জন্মে আর বেড়ে উঠে রক্ত কণিকা
হৃদয়ের ক্ষরণ হয়, শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে
শুধু ভালবাসা বেড়ে উঠে না।

অনুভূত হয় না তোমার প্রতি আমার টান
একমুখী হাহাকার, শুন্যতা আর চিন চিন ব্যথায়
কেঁদে কেঁদে ভিতরটা নড়ে উঠে, বিগড়ে যায় ভালবাসা কমতে থাকে অযত্নে অবহেলায়।

(লেখকের ফেসবুক থেকে সংগ্রীহিত)

Print Friendly, PDF & Email