|

গফরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ

প্রকাশিতঃ ৭:১০ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে শীতের দাপট। শীতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

আজ রোববার পর্যন্ত উপজেলার কোথাও সূর্যের দেখা মিলেনি। কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা উপজেলা। চলছে তীব্র শৈত্যপ্রবাহ। থেমে গেছে কৃষকের জমির ধান কাটা। গৃহস্থরা সিদ্ধ করা ধান ঘরের বাইরে নিতে পারেননি। কষ্ট বেড়ে গেছে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা।

সকালে ও রাতে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তাপ নেয়ার প্রতিযোগিতাও বেড়েছে। বাজারে ও ফুটপাথর দোকানগুলোতে শীতের কাপড়ের ক্রেতা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে ব্যবসায়ীরাও কাপড়ের মূল্য বাড়িয়ে দিয়েছেন। শীতের তীব্রতায় সন্ধ্যায় পরই রাস্তাঘাট ও হাটবাজার ফাঁকা হয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email