|

“তুমিটা”

প্রকাশিতঃ ১১:১৬ অপরাহ্ণ | জানুয়ারি ১২, ২০২০

সুলতানা রাজিয়া ঃ

আস্তাকুঁড়ের বিক্ষিপ্ত আবর্জনা থেকেও কুড়াতে পারি
তাজা গোলাপ,
দুর্গন্ধযুক্ত ফসিলের ক্লেদাক্ত শরীর থেকে
সুভাষ নেই সমাদরে।

যদি “তুমিটা” হও কালজয়ী কোন উপন্যাসের মহাপুরুষ।
” তুমিটা” বিত্তবান জরুরি নয়
” তুমিটা” সুদর্শন জরুরি নয়
” তুমিটা” সমাজপতি জরুরি নয়
” তুমিটা” জ্বলজ্বল সত্য এক নক্ষত্র জরুরি
যার বজ্রকণ্ঠের তাল, মাতাল করবে আমায়
যার আঙুল তুলার সাহসীকতা নির্ভেজাল অনুভূতি
দিবে আমায়
যার বলা কথাগুলো আঁধারে ম্রিয়মাণ হয়ে সটকে
যাবে না
এই ” তুমিটাকেই” খুব জরুরি আমার।

Print Friendly, PDF & Email