|

ভালুকা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে মশারী বিতরণ

প্রকাশিতঃ ৪:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ১৫, ২০২০

এস. এম. মিজানুর রহমান মজনু, ভালুকার খবর : ভালুকা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডেঙ্গুর প্রকোপ কমাতে ও শিশুর শারীরিক মানসিক বিকাশের জন্য শিশুদের মাঝে মশারী বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ক্রিসমাস বাউন্সব্যাক গিফট হিসেবে স্পন্সরড ও কমিউনিটির শিশু এবং এলাকার জনগণের মধ্যে মশারী বিতরণ করা হয়।

ভালুকা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার সজল গমেজ জানান, এ বছর তাদের কর্ম এলাকা ভালুকা পৌরসভা, ভালুকা, মল্লিকবাড়ি, হবিরবাড়ি, ডাকাতিয়া এবং কাচিনা ইউনিয়নে সর্ব মোট ৩০০৯ টি মশারী বিতরণ করা হবে।

মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার মেয়র ডা. এ. কে. এম. মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আ. রউফ ও ভালুকা এপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন যে এই উদ্যোগের ফলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে যাবে এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।

Print Friendly, PDF & Email