|

ত্রিশালে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

প্রকাশিতঃ ১১:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কলেজ হলরুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ কর্ম বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান মোতাহার।

এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হারিছুল আহম্মেদ মুক্তা, মাহমুদুল করিম সেলিম, আনোয়ারা পারভীন ডলি, সোহেলী আহম্মেদ,ফয়জুর রহমান, শফিকুল ইসলাম,সোহেল রানা, মিজানুর রহমান, আবু হানিফ, মফিজুল ইসলাম প্রমুখ।

ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজের শিক্ষকগণ ছাত্র ছাত্রীদের কে প্রতিজ্ঞা বদ্ধ করেন এই বলে তোমাদের আসপাশে বাল্যবিবাহ ও ইভটিজিং হলে তোমরা প্রতিহত করবে আর তা না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে তাৎক্ষণিক জানাবে না হয় প্রতিষ্ঠান প্রধান কে বিষয়টি অবহিত করবে, আর তোমরা সকলে সচেতন হবে তাহলে সমাজে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ করা অনেক টা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email