|

বাংলাদেশ

প্রকাশিতঃ ১০:০৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০২০

মো: কাউছার হাসান উয়ায়ছী:
স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে আমি পারি
এই দেশে জন্ম আমার যেন এই দেশেই মরি
বলবো কি আর গুনের কথা 
গুনের নেই তো শেষ।

সকল দেশের চাইতে সেরা,
আমাদের বাংলাদেশ
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।

বাংলা সাথে মিশে আছে
সকল শহীদদের সম্মান
প্রকৃতির প্রেম যে মনে গাঁথা
সবুজ শ্যামল বৃক্ষ তরুলতা।

যেদিকে চোখ যায় দেখি প্রকৃতির রূপ প্রকৃতি আমার কাছে মা স্বরূপ
প্রেম হয়েছে আমার নদীর শণে
সে বয়ে চলে আমি দেখি নির্জনে ।

মায়া ঘেরা,ছায়াঘেরা 
আমাদের দেশ বাংলাদেশ
নদী-নালা-খাল-বিল দেখে
মন যাই এঁকেবেঁকে
পাখিদের শুনে গান মুগ্ধ আমার প্রাণ।

সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা দেশ
আমার কাছে লাগে বেশ 
আমার মাতৃভূমি দেশ বাংলাদেশ।

লেখকঃ শিক্ষার্থী

Print Friendly, PDF & Email