|

ভালুকায় করোনা সংক্রমন রোধে সমাজকর্মী আরাফাতের নানা কর্মকান্ড

প্রকাশিতঃ ১০:০৮ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে শ্রমজীবী ও সাধারণ মানুষকে সচেতন করতে ভালুকায় মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি ও সার্চ মানবাধিকার ফাউন্ডেনের সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান আরাফাতের নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

তিনি তাঁর ব্যাক্তিগত অর্থায়নে সমপ্রতি উপজেলার বিরুনীয়া ইউনিয়নে লিফলেট বিতরণ, মাইকিং, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হাট বাজারের দোকানের সামনে বৃত্ত অংকন করেছেন।

ভালুকায় মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি ও সার্চ মানবাধিকার ফাউন্ডেনের সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান আরাফাত বলেন, ‘করোনাভাইরাস দেশের একটি নতুন অতংক। আমাদের এ ভাইরাস প্রতিরোধের জন্য সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। যাতে করে আমরা আগামী দিনগুলো ভালো ভাবে নিজ নিজ পরিবারেকে নিয়ে থাকত পারি। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর। দেশের এ ক্রান্তিকালে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমি আমার সাধ্যমত চেষ্টা করবো মানুষের পাশে থাকার।’

Print Friendly, PDF & Email