|

ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু, গফরগাঁওয়ে চিকিৎসকসহ শনাক্ত ৮

প্রকাশিতঃ ৮:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২০

সারুয়ার হাসান সজিব,স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে প্রথম করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাঁর মৃত্য হয়। অন্যদিকে জেলায় চিকিৎসকসহ একদিনেই আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন মশিউল আলম এই খবর নিশ্চিত করেছেন।

গত ১০ এপ্রিল ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের এক কৃষকের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

আজ ৯৪ জনের নমুনা পরীক্ষায় একদিনেই ময়মনসিংহের আটজনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন, ঈশ্বরগঞ্জে চারজন ও নগরীর মাসকান্দায় একজন শনাক্ত হয়।

এর আগে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, তিনজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের করোনা শনাক্ত হয়। করোনা আতঙ্কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন রোগী শূন্য হয়ে পড়েছে।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানিয়েছেন, গফরগাঁওয়ে জরুরি স্বাস্থ্যসেবার জন্য হটলাইনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশনে ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৭৩ জন ও হোম কোয়ারেন্টিনে আছেন ৬৭ জন। ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৬৭৯ জন।

Print Friendly, PDF & Email