|

ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ

প্রকাশিতঃ ১২:০৮ পূর্বাহ্ণ | মে ২০, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মসিংহের ভালুকায় বকেয়া ওভারটাইম ও শতভাগ ঈদ বোনাসের দাবিতে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে মিল গেইটের ভেতর বিক্ষোভ করেছে উপজেলার ভরাডোবা গ্রামে অবস্থিত এক্সপেরিয়েন্স ও হ্যারীফ্যাশন নামক টেক্সটাইল কারখানার (পাকিস্তানি মিল) শ্রমিকরা। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ওই কারখানার শ্রমিরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জানতে পারে আগামী বৃহস্পতিবার (২১ মে) শতভাগের পরিবর্তে তাদেরকে ৫০% ঈদ বোনাস দেওয়া হবে এবং শ্রমিকদের বকেয়া ওভারটাইমের কোনো টাকাই দেওয়া হবে না। পরে, বিষয়টি জানাজানি হলে ওই কারখানায় কর্মরত প্রায় দুই হাজার শ্রমিকের মাঝে অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে তারা কারখানার ভেতর সমবেশ হয়ে শতভাগ ঈদ বোনাস ও বকেয়া ওভারটাইমের টাকা পরিশোধের দাবি তুলে বিক্ষোভ শুরু করে। একই সময় তারা কারখানার জিএমকে প্রত্যাহারের দাবি জানায়। ওই সময় উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতর কিছু ভাঙচুর চালায় এতে এক শ্রমিক গুরতর আহত হয় একপর্যায়ে তারা স্লোগান দিয়ে দিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে নেমে আসতে চাইলে পুলিশের বাধার মুখে তা পারেনি। পরে, শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের প্রত্যেকেরই কমপক্ষে ৭০ থেকে শুরু করে কারো কারো ১৫০ / ২০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম বকেয়া রয়েছে। তা ছাড়া, তারা জানতে পেরেছেন মালিক পক্ষ থেকে শ্রমিকদের বকেয়া ওভারটাইমের টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আত্মসাতের উদ্দেশ্যে ওই টাকা নিয়ে প্রশাসনিক পর্যায়ে টালবাহানা করা হচ্ছে। কর্তৃপক্ষ তাদেরকে ৫০% ঈদ বোনাস দিতে চাইছে। কিন্তু তাদের দাবি শতভাগ। পাশাপাশি কারখানার জিএমকে প্রত্যারেরও দাবি তাদের। এসব দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছে।

ভালুকা মডেল থানার এসআই জীবন চন্দ্র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আলোচনা চলছে। আজ দুপুর ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের মধ্যস্থ্যতায় শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে দুই পক্ষের মাঝে আলোচনা চলছে।

Print Friendly, PDF & Email