|

শেখ মণি স্মৃতি পরিষদের উদ্যোগে অসমাপ্ত আত্নজীবনী বিতরণ ও বৃক্ষ রোপণ

প্রকাশিতঃ ২:৪১ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ মণি স্মৃতি পরিষদ উদ্যোগে নরসিংদী জেলার নাছিরাবাদ ইউনিয়নে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মনি স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, মহামারি করোনায় আমরা হারিয়েছি অনেক আপনজনকে, জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা করোনার মত দূর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করছি এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করছি, দ্রুত পৃথিবী সুস্থ হয়ে উঠুক।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আর্দশে তরুন ও যুবসমাজের মাঝে মানবিকতা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধুর আর্দশ ধারন করার বাঞ্চনীয়।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাছিরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নাসিরুদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে সেখানে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু, শেখ রাসেল ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Print Friendly, PDF & Email