ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় যুবকের মৃত্যু
প্রকাশিতঃ ৬:২৬ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় মো. শাহাদাৎ হোসেন (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ি লাবিব গ্রুপের সামনে।
নিহত মো. শাহাদাৎ হোসেন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের শামীম হোসেনের ছেলে।
ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান জানান, ‘শাহাদাৎ লাবিব গ্রুপের সুলতানা সোয়েটারের সামনে দিয়ে রাস্তা ক্রস করার সময় একটি অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
