|

আমাদের মানুষ হওয়া জরুরি

প্রকাশিতঃ ১১:৫০ অপরাহ্ণ | জুলাই ২৪, ২০২১

খলিলুর রহমানঃ

আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে ‘মানুষ’ শব্দের একটি বিশেষ ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেন, যার ‘মান’ জ্ঞান এবং ‘হুঁশ’ থাকে তিনিই মানুষ। অর্থাৎ যার সম্মান বোধ আছে এবং যিনি তাঁর মনুষ্যত্বের ব্যাপারে সতর্ক বিবেকবান তিনিই প্রকৃত অর্থে মানুষ।

সাধারণ অর্থে বুঝা যায় যে নির্লজ্জের মতো আচরণ করে, অন্যায় দুর্নীতিতে জড়ায়, অন্যের মঙ্গলচিন্তা করে না তার মধ্যে সম্মান বোধ ও মনুষ্যত্ব বোধ থাকে না এবং চলায়-ফেরায় মানুষের মতো হলেও যার মধ্যে মানবিকতা নেই তাকে মানুষ বলা যায় না। স্বাধীনতা উত্তর সময়ে দেশে একটি বিশেষ বাস্তবতার আলোকে একটি মেধাবী বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছিল। নাম ‘আবার তোরা মুনাষ হ’।

বর্তমান সময়ে মনুষ্যত্ব বিকিয়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বেড়েছে বিবেকহীন মানুষের সংখ্যাও। এ কারণেই মনে হয় আমরা যারা অমানুষ তাদের মানুষ হওয়া জরুরি। এখন বোধ হয় আবার কোনো বিবেককে বলতে হবে ‘আবার তোরা মানুষ হ’।

লেখকঃ সম্পাদক, সাপ্তাহিক আলোর ছোঁয়া।

Print Friendly, PDF & Email