|

ভালুকা ডিজিটাল কনটেন্ট নির্মাণে দেশ সেরা শিক্ষক হারুন অর রশিদ

প্রকাশিতঃ ৬:০২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুন অর রশিদ ডিজিটাল কনটেন্ট নির্মানে দেশ সেরা হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত  প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ওয়েব পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন” যেখানে সারে পাঁচ লক্ষাধিক আইটি বিশেষজ্ঞ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করে আসছেন । তাদের মধ্যে থেকে  হারুন অর রশিদ ২০২১ইং সালের প্রথম পাক্ষিকের ১৫সেপ্টেম্বর সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন। সারাদেশে ৯ লাখ শিক্ষক-শিক্ষিকা আছেন , যেখানে ৫,৮৮,২১১জন সদস্য ৫২০১৯১ টি কনটেন্ট ও ৯৫৩ টি মডেল কনটেন্ট রয়েছে।

হারুন অর রশিদ জানান ,ডিজিটাল কনটেন্ট নির্মান  মুক্তপাঠ  আইসিটি প্রশিক্ষণ এবং বিভিন্ন প্লাটফর্মে কাজ করছেন। এছাড়াও তিনি করোনাকালীন  সময়ে শিক্ষা ব্যাবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভালুকা উপজেলা আইসিটি শিক্ষক ফোরাম এবং ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম এর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে কংশেরকুল উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের ফেইসবুক পেইজ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করি। খসরু মোঃ রনি স্যার আমাকে ভালুকা উপজেলা অনলাইন স্কুলের অফসরহ হিসেবে নিযুক্ত করেন। আমার ক্লাসগুলি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে প্রতিনিয়ত ভালুকা উপজেলা অনলাইন স্কুলের ফেইসবুক পেইজ এবং ” শিক্ষক বাতায়নে ” আপলোড করে থাকি। এছাড়াও তিনি ধ২র এ নিযুক্ত আছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তিনি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান।

Print Friendly, PDF & Email