|

গফরগাঁওয়ে ১১তম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিতঃ ১:০৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা । বৃহস্প্রতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন কর্ম সূচি পালিত হয় ।

মানবববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্যতা নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গফরগাঁও শাখার সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম সেলিম, গফরগাঁও দঙ্গিণ শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক,কাওসার আকন্দ,শহিদুল্লাহ, নীলিমা সুলতানা প্রমুখ ।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় মানববন্ধনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

Print Friendly, PDF & Email