|

কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে ভালুকা উপজেলা ছাত্রলীগ

প্রকাশিতঃ ৮:২২ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ভালুকায় কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেল।

শুক্রবার বিকালে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামে প্রায় ১শত আসহায় পরিবারকে চাল, ডাল, আলু, লবন, তৈল তুলে দেন। এ সময় তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টার, রাজৈ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন খান, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম শেখ, মোশারফ হোসেন পাঠান, আসলাম আহ্মেদ বাদল, উপজেলা নবীনলীগের সভাপতি সৃজন সরকার প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেল বলেন, ‘বাংলার ইতিহাস ঐতিহ্য বিজয়গাঁথার প্রতিটি পরতে পরতে মিশে আছে ছাত্রলীগের গৌরবময় অবদান। বাঙালী জাতির ভাগ্যাকাশে যখনই দুর্যোগের কালো মেঘ ভীড় জমিয়েছে তখনই আর্তমানবতার সেবায় নিরলস ভাবে এগিয়ে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আমরার এ ক্ষুদ্র প্রয়াস। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমি চেষ্টা করবো কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে থাকতে। ’


Print Friendly, PDF & Email