|

ফেসবুক শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে দিচ্ছে

প্রকাশিতঃ ১১:০৭ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ফেসবুক শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে দিচ্ছে। কিশোরদের বয়সের উপযোগী কনটেন্ট কোথাও নেই। এ নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। বৃহস্পতিবার ‘একুশ শতকের দক্ষতা অর্জনে কিশোর বাতায়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে এটুআই ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের ভিতর রয়েছে প্রচুর শক্তি, তাই তোমাদের মাঠে নামতে হবে। তোমরা মাঠে গিয়ে খেলাধুলা কর। একনাগাড়ে বসে থাকবে না কোথাও। কিন্তু আক্ষেপের বিষয় হলো আমাদের মাঠের বড় অভাব। এ সময় এটুআইর উদ্ভাবনী ‘কিশোর বাতায়ন’-এর প্রশংসা করে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই কিশোরদের জন্য এ ধরনের পোর্টাল তৈরি হয়নি। অনলাইন প্ল্যাটফরম ‘কিশোর বাতায়ন’ হলো শিক্ষার্থীদের প্রশান্তি, বিনোদন, মেধা বিকাশ ও সৃজনশীলতা চর্চার জায়গা। দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং এটুআইর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে কিশোর বাতায়ন।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন.

Print Friendly, PDF & Email