ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন
প্রকাশিতঃ ৬:০০ অপরাহ্ণ | মে ১১, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা শহরের প্রধান সড়ক সহ রাস্তা-ঘাটে বিভিন্ন রকম নির্বাচনী প্রচারণা পোস্টার, ব্যানার টানিয়েছেন। অনেক প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনেই টানিয়েছে এসব পোস্টার ও ব্যানার। সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান এসব পোস্টার ব্যানার অপসারণ করেন।
পোস্টার ও ব্যানার অপসারণের কাজে ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা পৌরসভা সহযোগিতা করেন।