|

ভালুকায় নবীন হাফেজদের সংবর্ধনা, আলেম-ওলামাদের সাথে মতবিনিময় ও পাগড়ি বিতরণ

প্রকাশিতঃ ১০:২০ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৫

আনোয়ার হোসেন তরফদার:

ময়মনসিংহের ভালুকায় নবীন হাফেজদের সংবর্ধনা, আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা এবং পাগড়ি বিতরণ করা  হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে  জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায়   হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের আলেম-ওলামাদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুস সাত্তার মাস্টার এবং সঞ্চালনা করেন ইমাম-ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন হাফেজদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘হাফেজদের হাতে আল্লাহ পবিত্র কোরআনের দায়িত্ব অর্পণ করেছেন। তাদের এই আলোকিত পথচলা সমাজকে নৈতিকতা ও সৎপথে এগিয়ে নিতে সহায়তা করবে।’

এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী শিক্ষা বিস্তার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বিষয়ে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান  রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল। 

 উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা আমিনুল ইসলাম বাসান, আলাউদ্দিন মৃধা, রফিকুল্লাহ রফিক, ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, শাজাহান কবির সহ বি এনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 

Print Friendly, PDF & Email