|

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ ৬:২৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২৬

ভালুকা অফিস

ময়মনসিংহের ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান স্থল ছিল আনন্দ ও উচ্ছ্বাসে মুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল।

মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মোজাহিদুর রহমান খান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ, চাপরবাড়ি দাখিল মাদরাসা সুপার মাওলানা মোবাশ্যারুল ইসলাম সবুজ, অভিভাবক ডা. মো: কামাল হোসেনসহ অন্যান্যরা।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি গ্রুপে ২৪টি ইভেন্টে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের দৌড়ঝাঁপ, শৃঙ্খলা ও খেলাধুলার দক্ষতায় দর্শকদের মাঝেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

Print Friendly, PDF & Email