ভালুকায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াতে ইসলামী আমীর
প্রকাশিতঃ ৮:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী ও ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনি ভালুকা উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
মনোনয়ন ফর্ম সংগ্রহকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীনসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার আমীর, সভাপতি এবং দলের অন্যান্য সিনিয়র ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।


