|

ভালুকায় স্ট্রোকে কারখানা শ্রমিকের মৃত্যু

প্রকাশিতঃ ৬:৩২ অপরাহ্ণ | মে ১৬, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় লাভেলো আইসক্রিম ফ্যাক্টরিতে মোঃ লিটন মিয়া (৪৬) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার মেহেরাবাড়ী এলাকার লাভেলো আইসক্রিম পিএলসি কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে গেলে কারখানা কর্তৃপক্ষ রিকশা যোগে হাসপাতালে পাঠায়। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত লিটন মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী এলাকার মৃত শাহ মোহাম্মদ শাহের ছেলে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক কোনো তথ্য দিতে পারেনি।

Print Friendly, PDF & Email