|

ময়মনসিংহে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের পাশে Radio 19

প্রকাশিতঃ ৩:২৪ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীন মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও হতদরিদ্রের মাঝে ময়মনসিংহের প্রথম radio station Radio19 এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত কয়েক দিন ধরেই স্বাস্থ্যবিভাগের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অপেক্ষাকৃত ত্রাণসহায়তা বঞ্চিত মানুষদের মাঝে খাদ্যসহায়তা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

এই বিষয়ে radio 19 এর প্রধান নীর্বাহী রাসেল রনি বলেন, ‘সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা Radio 19 পরিবার নিম্নবিত্ত- মধ্যবিত্ত মানুষের পাশে এসে দাড়িয়েছি। কর্মহীন হয়ে পড়া নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিয়ে নিজেদের খুব ভালো লাগছে, সেই সাথে সমাজের সামর্থ্যবান মানুষদের প্রতি আহবান জানাচ্ছি, আপনারা নিজ নিজ জায়গা থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাড়ান ‘

এই সময় উপস্থিত ছিলেন RADIO 19 অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেল সহ Radio19 পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email