|

পিএনজি’তে দ্বিতল বিশিষ্ট মাদ্রাসা ভবন করলেন এম. এ. ওয়াহেদ

প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ণ | মে ১৩, ২০২০

জাহিদুল ইসলাম খান, বিশেষ প্রতিবেদক: এবার পাপুয়া নিউগিনি(পিএনজি)  নিজ অর্থায়নে ২ তলা মাদ্রাসা ভবন তৈরী করে দিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশিষ্ট আন্তজার্তিক শিল্পপতি ভালুকার কৃতি সন্তান আলহাজ্ব এম এ ওয়াহেদ।

তিনি নিজ অর্থায়ন বাংলাদেশী টাকায় ১  কোটি ৯০লাখ টাকা ব্যয়ে দ্বিতলা মাদ্রাসাটি তৈরী করে পরিচালনা করার জন্য ইসলামী সোসাইটি অফ পিএনজি’র নিকট হস্তান্তর করেন।

গত ১০ ই মে পিএনজি সরকারের কাছে হস্তান্তরের মাধ্যমে মাদ্রাসাটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সে দেশের মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ নাসির আব্দুল রহমান।

অন্যান্যের  মাঝে আরও উপস্থিত ছিলেন ,বাংলাদেশী কমিউনিটি এ্যাসোসিয়েশনের সভাপতি ও পাপুয়া নিউগিনি’র মুসলিম উর্দ্ধতন নেতৃবৃন্ধ।

আলহাজ্ব এম এ ওয়াহেদ মুঠোফোনে জানায়, ‘আমার একটাই উদ্দেশ্য সেটা হলো মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। যতদিন আল্লাহ তায়ালা আমাকে আপনাদের সাথে রাখবেন, ততদিন পর্যন্ত আমার কার্যক্রম চলবে ইনশাল্লাহ। এর আগের আমি পিএনজি’তে সর্ব প্রথম মসজিদ নির্মাণ করেছি। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আমি আমার সাধ্যমত মসজিদ মাদ্রাসা নির্মাণ ও অসহায়দের সহযোগিতা করে আসছি।’

পরবর্তীতে বাংলাদেশী ও পাপুয়া নিউগিনি’র প্রায় ৫শত মুসলিমদের ইফতার করানো হয়।


Print Friendly, PDF & Email